,

পৈল গ্রামে দীঘি ভরাট কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছে বাপা

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে দীঘি ভরাট প্রক্রিয়ায় উদ্বেগ ও ভরাট কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনÑ বাপা হবিগঞ্জ জেলা শাখা। ৭ ফেব্রুয়ারি বাপা হবিগঞ্জ শাখা স্থানীয় সূত্রে খবর পায়, পৈল গ্রামে বিপিন পাল স্মৃতি গণকেন্দ্র পাঠাগার সংলগ্ন একটি বৃহৎ দীঘি ভরাট কাজ শুরু করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ দীঘিটি ভরাট হয়ে গেলে গ্রামের গভীর নলকূপগুলোতে পানীয় জলের সংকট দেখা দেবেÑ বাপা সভাপতির নিকট ফোনে এমন আশঙ্কাও জানিয়েছেন গ্রামবাসীদের কেউ কেউ।
এ ঘটনায় সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বাপা নেতৃবৃন্দ গভীর উদ্বেগ জানিয়ে পৈল বিপিন পাল স্মৃতি পাঠাগার সংলগ্ন দীঘিটি ভরাট কাজ বন্ধে স্থানীয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।


     এই বিভাগের আরো খবর