,

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বানিয়াচংয়ে উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার বিক্ষোভ

এস এম খোকন : বানিয়াচংয়ে সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারী বুধবার দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় দারুল কোরআন মাদ্রাসা চত্তর থেকে মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর)’র সভাপতিত্বে ও মাওলানা মুনতাসির আলম সোহান ও মাওলানা মশিউর রহমানের যৌথ সঞ্চালনায় হাজার হাজার উলামায়ে কেরাম ও তাওহিদী জনতা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
পরে সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। এছাড়া পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিষয় পরিবর্তন করাসহ ইতিপূর্বে কারাবন্দী সকল উলামায়েকেরামের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী হায়দার, শায়েখ মাওলানা মখলিসুর রহমান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসাইন খান, মাওলানা ডা. বশির আহমদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আবু বকর, মুফতী মুবাশ্বির আহমদ, মুফতি নাসির উদ্দিন আনসারী, মাওলনা সাজ্জাদ্দুর রহমান, মাওলানা ইয়াহিয়া আহমদ, হাফেজ মাওলানা বশির উদ্দিন, মাওলানা আবুল কাশেম আজিজী, মাওলানা ইমরান আহমদ উসমানী, হাফেজ আব্দুল করিম প্রমুখ। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর)।


     এই বিভাগের আরো খবর