,

চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর- প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী

স্টাফ রিপোর্টার : মাধবপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চা শ্রমিকদের উন্নত জীবন-মান নিশ্চিত করার সর্বদা সচেষ্ট রয়েছে আমরা।
গতকাল শনিবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়নের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ, মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মঞ্জুর আহসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহেদ খান, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, চেয়ারম্যান ফারুক আহম্মেদ পারুল, এডভোকেট মুহিত মিয়া, শ্রীধাম দাশগুপ্ত প্রমুখ। পরে প্রধান অতিথি নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা বৃত্তি ২০০ জনের মধ্যে ৪ লাখ ৮০ হাজার, মাধ্যমিক শিক্ষা বৃত্তি ১২০ জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার, উচ্চ মাধ্যমিক ৬০ জনের মধ্যে ৫ লাখ ৭৬ হাজার ও নৃ-গোষ্ঠী ছাত্রীদের মধ্যে ৫০টি বাইসাইকেল বিতরণ করেন। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ৬ লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর