,

বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাত :: ৩ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

জুয়েল চৌধুরী : বিদেশে পাঠানোর নামে প্রতারণা করায় ৩ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলা আমলে নিয়ে হবিগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আলফু আহমেদের কাছ থেকে ইটালি পাঠানোর নামে ৪ লাখ টাকা নেয় মৌলভীবাজার জেলা কুলাউড়ার উপজেলার সঞ্জবপুর গ্রামের ময়না মিয়ার ছেলে দেলোয়ার হোসেন রিপন, কুলাউড়া উপজেলার বকশিমইল গ্রামের আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলার কাজীরগাও গ্রামের আব্দুল মতিনের ছেলে জামিল আহমেদ। এ বিষয়ে তাদের মধ্যে চুক্তি হয়। কিš’ সময় মতো ইটালি না পাঠিয়ে তারা টাকা আত্মসাত করে। এরপর টাকা ফেরত চাইলে নানা রকম তালবাহানা এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
নিরূপায় হয়ে গত ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী আলফু আহমেদ বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলা আমলে নিয়ে ৩ মানবপাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর