,

শায়েস্তানগরে পরিত্যক্ত অবস্থায় সড়ক জনপথের কোয়ার্টার

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরে শায়েস্তানগরে সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এ কারণে সন্ধ্যার পর এখানে বিভিন্ন অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পায়। কোয়ার্টারগুলোতে ঘর রয়েছে। কিন্তু এখানে অনেক দিন ধরে কেউ বসবাস না করায় দরজা, জানালা ভেঙ্গে গেছে। এমনকি বাউন্ডারীর গেইটও খসে পড়ছে। যে কারণে রাতের বেলা মাদকসেবীরা এ জায়গাকে নিরাপদ আশ্রয় মনে করে। এ ছাড়া দীর্ঘদিন ধরে কোয়ার্টারটি পরিত্যক্ত থাকায় সরকারের ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু মাদকসেবীরাই নয়, ছিচকে চোরের দল কোয়ার্টারগুলোর মোটর, পানির পাম্প, টিউবওয়েল, বিভিন্নমূল্যবান বৈদ্যুতিক তার, মিটার, মেইন স্লুইচ, গাছের নারকেল, কলাসহ মৌসুমী ফল নিয়ে যাচ্ছে। এমনকি কোয়ার্টারটির ভেতরে থাকা পুকুরটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সচেতন মহল মনে করছেন, পুকুরটি ফায়ার সার্ভিসের পানি সরবরাহের কাজে ব্যবহার করলেও জনগণ উপকৃত হতো। এ ছাড়া কোয়ার্টারটি দেখাশোনার জন্য কোনো গার্ড না থাকায় এমন দশা হয়েছে বলে মনে করছেন অনেকে। আবার এটি মেরামত করে যদি সরকারি কর্মচারীদের ভাড়া দেয়া হতো তবে সরকারের কোষাগারে হাজার হাজার টাকা জমা হতো। আর এমনটি না হওয়ায় সরকার কয়েক বছরে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে শায়েস্তানগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এরকম দৃশ্য দেখা যায়। এ বিষয়ে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল ফয়সালের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


     এই বিভাগের আরো খবর