,

‘বিট পুলিশিং মানে আপনাদের ঘরের কাছে একটি থানা’ :: দক্ষিন সাঙ্গর গ্রামে বিট পুলিশিং সমাবেশ অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের দক্ষিন সাঙ্গর গ্রামে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মক্রমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। এতে বিশেষ অতিথি ছিলেন- বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম, বানিয়াচং থানার এসআই জসিম উদ্দিন, এসআই মো. আবু সাঈদ, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ, বর্তমান মেম্বার আক্তার হোসেন তালুকদার ও জাকির হোসেন প্রমূখ। এছাড়াও এলাকায় বিশিষ্ট মুরব্বি ও যুবকরা উপস্থিত ছিলেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘পুলিশের কাজ হলো জনগণের সেবা করা। আপনাদের ছেলে-মেয়েদেরকে মাদক ও জুয়ার হাত থেকে রক্ষা করতে আমাদেরকে সংবাদ দেবেন। আমরা আপনাদের কথা দিলাম, বানিয়াচং থানা পুলিশ যে পরি¯ি’তিতেই হোক আপনাদের সাথে সমস্ত ভালো কাজের সহযোগি হিসেবে আপনাদের পাশে এসে দাড়াব।’
তিনি বলেন, ‘আপনাদের ছেলেদের হাতে এখন স্মার্টফোন আছে। এই স্মার্টফোন দিয়ে জুয়া খেলা হয়। উঠতি বয়সের ছেলে মেয়েরা যেন এগুলো থেকে দূরে থাকে সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, ‘বিট পুলিশিং মানে আপনাদের ঘরের কাছে একটি থানা। আপনাদের প্রত্যেক ইউনিয়নে একজন করে বিট অফিসার আছেন। বিট অফিসারের দায়িত্ব হল আপনার এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। মাদক, জুয়া, বাল্যবিয়ে ও অশ্লীলতা থেকে শুরু করে আইন অমান্যকারী কোন ঘটনা ঘটছে কিনা এ ধরনের তথ্য সংগ্রহ করা।’
তিনি বলেন, ‘আপনাদের এলাকায় অনেক সময় ছোট ছোট কিছু সমস্যা হতে পারে। সেই বিষয়গুলোকে বড় না করে বিট পুলিশিংয়ের মাধ্যমে বসে সমাধান করবেন। তারা আপনাদের সেবা দিতে বাধ্য। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।


     এই বিভাগের আরো খবর