,

মাধবপুরে মুক্তিযোদ্ধা আহতের ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

স্টাফ রিপোর্টার : মাধবপুর উপজেলার নিজনগরে নুরুল আমিন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনায় মামলা হলেও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে আসামিরা। এদিকে এরকম একটি ঘটনায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, গত বুধবার বিকালে একই গ্রামের ইলিয়াছ ভূইয়ার পুত্র সালমান ভূইয়া, মৃত আবুল মোবারকের পুত্র ইলিয়াছ ভূইয়াসহ ৩/৪ জন লোকজন নুরুল আমিনকে পুর্ব বিরোধের জের ধরে ওই সময় কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধার ভাতিজা নাহিদ মিয়া বাদি হয়ে উল্লেখিতদের আসামি করে মাধবপুর থানায় মামলা করা হয়। মামলাটি এফআইআর গণ্যে রুজু কাশিমনগর ফাঁড়িতে প্রেরণ করা হয়। মামলাটির দায়িত্ব ভার পান এসআই ইসমাইল হোসেন। বাদির অভিযোগ ৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা হয়নি। এদিকে মামলাটি তুলে নিতে আসামিরা প্রকাশ্যে বাদি ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। এ বিষয়ে এসআই ইসমাইল হোসেন জানান, ৩ জন আসামি জামিনে আছে। দুইজন পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর