,

বানিয়াচংয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সভা

এস এম খোকন : বানিয়াচংয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওঃ আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব প্রমুখ। এছাড়া বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ হানিফ, বানিয়াচং পুবালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নোমান মিয়া, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদাল হোসাইন খান, ইউএনও অফিসের উপ প্রশাসনিক অফিসার সুব্রত দেব, বানিয়াচং আইডিয়েল কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল মিয়া, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর