,

বানিয়াচংয়ে শিক্ষক বাবলু সহ তিন জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবলু তালুকদারকে কারাদন্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। তিনি কাগাপাশা ইউনিয়নের সিকান্দপুর গ্রামের মৃত বারিন্দ্র তালুকদারের পুত্র। গত বৃহস্পতিবার হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৫ আদালতের বিচারক মোঃ ছিফত উল্লাহ এ দন্ডাদেশ দেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলো। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনতি অধিকারী।
মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের অন্তর দাশের পুত্র অনুকূল দাশসহ বেশ কয়েকজনকে একই গ্রামের মৃত বারিন্দ্র তালুকদারের পুত্র বিনয় তালুকদার, বাচন তালুকদার, বাবলু তালুকদার, মৃত সাধুচরণ দাশের পুত্র গোপেশ দাশসহ ৭ জন লোক তাদের পিটিয়ে আহত করে হাত-পা সহ বিভিন্ন অঙ্গ ভেঙ্গে ফেলে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় অনুকূল দাশ বাদি হয়ে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করলে বিচারক মামলা আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। দীর্ঘ স্বাক্ষি প্রমাণ শেষে সহকারি শিক্ষক বাবলু তালুকদারকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া বাচন তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের জেল, গোপেশ তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করা হয়। অপর আসামিদেরকে খালাস প্রদান করা হয়। এ বিষয়ে শিক্ষক বাবলু তালুকদার জানান, সাজা হয়েছে সত্য। তবে আমি জামিনে আছি।


     এই বিভাগের আরো খবর