,

ওয়ানটেনের নামে জুয়ার আসর :: লালচান্দ বাগান থেকে ২ জুয়াড়ি আটক

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ওয়ানটেনের নামে জুয়ার আসর জমে উঠেছে। বানিয়াচং উপজেলার সাদকপুর, হবিগঞ্জের বামকান্দিতে আলকাছ মিয়ার নেতৃত্বে চুনারুঘাটের লাদিয়া, শানখলা, শায়েস্তাগঞ্জ নিজগাঁও, পইল, মিরপুরের জয়পুরসহ বিভিন্ন স্পটে সন্ধ্যার পর থেকে জুয়ার আসর বসে। অভিযোগ রয়েছে, অসাধু কিছু আইন শৃংখলা বাহিনীর সদস্যকে ম্যানেজ করে এসব চালিয়ে যাচ্ছে। জুয়ার পাশাপাশি মাদক সেবনও চলে। এতে একদিকে যেমন যুব সমাজ ধ্বংস হচ্ছে অন্যদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত ১ মাসে প্রায় অর্ধশতাধিক জুয়াড়ি আটক করে কোর্টে প্রেরণ করে। কিন্তু আইন জটিল না হওয়ায় সাথে সাথেই তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় এসবে জড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শানখলার লাল চান্দ বাগানের জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় শায়েস্তাগঞ্জের কাশিপুর গ্রামের অনু মিয়ার পুত্র আব্দুস সালাম (৩৫) ও উচাইল গ্রামের দরছ মিয়ার পুত্র জয়নাল মিয়া (২৫) কে আসর থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। ডিবি পুলিশ বাদি হয়ে এ বিষয়ে মামলা করেছে।


     এই বিভাগের আরো খবর