,

নবীগঞ্জে আইডিয়াল মহিলা কলেজ ও আইডিয়াল ল্যাবরেটরী হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২০২৩ সালের আইডিয়াল মহিলা কলেজ ও আইডিয়াল ল্যাবরেটরী হাইস্কুলে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১২টায় আইডিয়াল মহিলা কলেজ ও আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলে সামনের খেলার মাঠে ছাত্র ছাত্রী মধ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলে সভাপতি নিরুপম দেব সভাপতিত্বে ও স্কুলের প্রভাষক মোঃ সুমন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহী, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, আইডিয়াল ল্যাবরেটরী হাইস্কুলর সভাপতি সলিল বরণ দাশ ও প্রসত্য বৈদ্য। এছাড়া শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক বিদ্যুৎ চন্দ্র পাল, দীপ শংকর রায়, সঞ্জিত কুমার দাশ, রাবেয়া সুলতানা, হেপি পাল, রুমানা আক্তার ও জাহিদ খাঁন প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে সন্তানের মতো মানুষ করতে হবে। এছাড়া আইডিয়াল উইমেন্স কলেজের শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থেকে বই ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো জন্য উপদেশ দেন। এদিকে ক্রীড়া প্রতিযোগিতা উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দের ছাপ। বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর