,

নবীগঞ্জে উৎসব মুখর পরিবেশে লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্রিকালদর্শী পুরুষ লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ, অধিবাসকৃত্য, হরিনাম লীলা সংকীর্তন, পুজা ভোগরাগ ও প্রসাদ বিতরণ। নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে আক্রমপুর মন্দিরে, সুর্জাপুর লোকনাথ সংঘের উদ্যোগে, আদিত্যপুর লোকনাথ সংঘের উদ্যোগে, জয়নগর লোকনাথ সংঘের উদ্যোগে, শাখোয়া লোকনাথ সংঘের উদ্যোগে, মুক্তাহার লোকনাথ সংঘের উদ্যোগে পৃথক পৃথকভাবে লোকনাথ ব্রম্মচারী বাবার পাদুকা উৎসব পালন করা হয়েছে। সুর্জাপুর লোকনাথ সংঘের উৎসবে গীতাপাঠ করেন পংকজ ভট্টাচার্য্য, আক্রমপুর মন্দিরে গীতাপাঠ করেন সুনামগঞ্জের শ্রী মহানাম ব্রত চক্রবর্ত্তী লিটন, শ্রী অজিত কুমার দাশ, শ্রী সঞ্জয় দাশ।
নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উৎসব কমিটির সভাপতি সাধন চন্দ্র দাশ এবং সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সুবিনয় কর, লোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, নিতেশ রায়, উপজেলা বিএরপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সস্পাদক মোঃ সেলিম তালুকার, পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, দিলীপ বনিক, বিধান ধর, রঞ্জু দাশ, প্রজেশ রায় নিতন, নীলকণ্ঠ সুত্রধর, সুজিত পাল, বিষ্ণুপদ আচার্য্য, চারু দেব, পরিতোষ বনিক, শৈলেশ দত্ত, শিক্ষক রানা চন্দ্র দাশ, শিক্ষক প্রদীপ কুমার দাশ, হরিশংকর দাশ, শুভাশীষ চক্রবর্ত্তী সুবল, লিপন মালাকার, রিপন দেব, বিপুল দাশ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
১২ ফালগুন ১৬ প্রহরব্যপী লীলা কীর্তনে কীর্তন পরিবেশন করেন ভারতের সুষেন বৈদ্য, সুনামগঞ্জের মিন্টু সরকার, সুবোধ দাশ বাচ্চু, নবীগঞ্জের সঞ্জয় কৃষ্ণ দাশ, শ্রীমতি সাগরিকা দাশ। এছাড়া সুর্জাপুর লোকনাথ সংঘের উদ্যোগে ২৩তম বর্ষ উৎসব অনুরুপ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব পালন করা হয়েছে। সংঘের সভাপতি অসিত বরন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেপাল পালের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক তনুজ রায়, বিভু আচার্যা, সহ সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র পাল, অর্থ সম্পাদক বিমল চন্দ্র পাল, বাবুল মালাকার, সাংগঠনিক বিজয় রায়, রুবেল রায়, স্বপন পাল, অজিত পাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এতে কীর্তন পরিবেশন করেন, হবিগঞ্জ কবির পুরের শ্রীমতি লক্ষী রানী, শ্রীযুক্ত পলাশ রায়, বানিয়াচংয়ের শ্রীযুক্ত কানু চক্রবর্ত্তী। অনুষ্ঠানে নবীগঞ্জ শহরের আক্রমপুর লোকনাথ মন্দিরে ভক্তবৃন্দের উপছেপড়া ভীরে এক মহিলার গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন চুরির ঘটনা ঘটেছে।


     এই বিভাগের আরো খবর