,

নবীগঞ্জে বোয়াইল্লা বাড়ী দ্বন্দ্ব :: ইউপি মেম্বারের বিরুদ্ধে মানহানী মামলা এলাকায় আলোচনা সমালোচনা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ঘোলডুবা কাদমা গ্রামে একটি রাস্তার নামকরণ দ্বন্দ্বে স্থানীয় ইউপি মেম্বার মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মোঃ জৈইনুল্লা নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় সমালোচনা দেখা দিয়েছে। লোকমুখে চলছে নানা মন্তব্য। গত মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী হবিগঞ্জ জুডিসিয়াল হাকিম আদালত কগ- ০৫ এ মামলা দায়ের করেন জৈইনুল্লা। মামলায় উল্লেখ করা হয়, ২০২১-২০২২ সনে সরকার বাহাদুরের উন্নয়ন কাজের অংশ হিসাবে জৈইনুল্লার বাড়ির সামনের রাস্তা হতে রফিক মিয়ার বাড়ির সামন পর্যন্ত ইটসলিং কাজ পায় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন। এতে এই রাস্তার নামফলক দেওয়া নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। জৈইনুল্লা তার মামলায় আরো উল্লেখ করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সুনাম ক্ষুন্ন করতে হাজী বাড়ির বদলে বোয়াইল্লা বাড়ি লিখা হয়েছে। এতে করে সমাজে আমাদের এক কোটি টাকার মানহানী হয়েছে। এ মামলার বিষয়টি এলাকায় জানাজানি হলে বোয়াইল্লা বাড়ি শব্দ আর হাজী বাড়ি শব্দ নিয়ে এলাকার সাধারণ মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর