,

জয়পুরে বসে ওয়ানটেনের নামে লাখ লাখ টাকার খেলা :: ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলার মিরপুর, বসিনা, জয়পুরসহ বিভিন্ন এলাকায় ওয়ানটেনের নামে জুয়ার আসর বসে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জেলা থেকে প্রাইভেটকার, সিএনজিযোগে আসরে যোগ দেয়। তবে সবচেয়ে বড় জুয়ার আসর বসে পূর্ব জয়পুর ও পশ্চিম জয়পুরের আইয়ুব আলী ও ইমান আলীর বাড়িতে। আর এসবে নেতৃত্ব দিচ্ছে তারা মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি। সে পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতি রাতে হাজার হাজার টাকা জুয়ার আস্তানা থেকে কমিশন তুলে। ইতোমধ্যে পুলিশ তারা মিয়াসহ বেশ কয়েকজন আটক করে। কিন্তু জুয়ার মামলা জটিল না হওয়ায় কোর্টে প্রেরণের সাথে সাথে জামিনে বেরিয়ে পুনরায় এসব করে বেড়ায়। এর ফলে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
আটককৃতরা হলো, উত্তর স্নানঘাট এলাকার বাসিন্দা মোঃ তাহির মিয়া ছেলে মোঃ সাদির আহম্মেদ (২২), একই এলাকার সুন্দর আলীর ছেলে মোঃ রহিম আলী (৪৫), একই এলাকার মৃত ফটিক মিয়া ছেলে মোঃ ইব্রাহিম (৩২), নিদনপুর দনিপাড়া এলাকার বাসিন্দা মৃত সারদা চন্দ্র দাস ছেলে সুশেন্ত চন্দ্র দাস (৫৭), মুদাহরপুর এলাকার বাসিন্দা মোঃ রঙ্গু মিয়া ছেলে মোঃ মুসাইদ (২৮), গুলগাঁও এলাকার বাসিন্দা মৃত এরশাদ উল্ল্যাহ ছেলে নবিদ আলী (৪৫), নোয়াঐ এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে মুতাব্বির (২৮) আটকৃত সবার বাড়ি বাহুবল উপজেলায়।
এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২শত টাকা, ১টি চামড়ার চুঙ্গি, ৩টি হলুদ গুটি (যাহাতে বিভিন্ন প্রদর্শনী চিহ্ন রয়েছে) ০১টি প্লাস্টিকের চট (যাতে তাসের বিভিন্ন মনোগ্রাম আছে) সহ জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। ডিবি পুলিশের দাবি অভিযানের উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অজ্ঞাত আসামী পালিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর