,

বাহুবলে কৃষি জমি ও খাল থেকে মাটি উত্তোলন :: জরিমানা অর্ধলক্ষ

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের ফতেহপুর বাজার সংলগ্ন স্থানে কৃষি জমি ও সরকারী খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন। বাহুবল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
এসময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কৃষি জমি থেকে বানিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন এবং সরকারি খাল থেকে অবৈধভাবে নিষিদ্ধ এক্সকেভেটর এর সাহায্যে মাটি উত্তোলন এর দায়ে স্নানঘাট ইউনিয়নের মহিমদোলং গ্রামের মৃত মনির মিয়ার পুত্র মোঃ সমুজ মিয়া (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর