,

বিএসটিআই অনুমোদন না থাকায় লাখাইয়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এগুলো হলো- বুল্লাবাজার এ সানী ফুড অ্যান্ড বেকারি ও কালাউক সড়ক বাজারে মিরান শাহ ফুড অ্যান্ড বেকারি। এ ২টি প্রতিষ্ঠানের প্রত্যেকটি থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিএসটিআই অধিদপ্তরের সহকারী পরিচালক শাওন কুমার ধর এবং লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা বিএসটিআই’র অনুমোদন না থাকায় ওই ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক ও সঙ্গীয় পুলিশ ফোর্স।


     এই বিভাগের আরো খবর