,

এমপিও শিক্ষা জাতীয়করণের দাবিতে হবিগঞ্জে কর্ম বিরতি

স্টাফ রিপোর্টার : এমপিও শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ঘোষিত জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচির ১৮তম দিন ও দেশব্যাপী সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে ৩ ঘণ্টা কর্ম বিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন হবিগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহে যথাযথ ভাবে পালিত হয়। শিক্ষকদের দাবি সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে ২৪ হাজার কোটি টাকার মত প্রয়োজন আর একযোগে সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার ঘোষণা হলে আমরা প্রতিষ্ঠানের স্থায়ী ও সাধারণ তহবিলের প্রায় ৩৬ হাজার কোটি টাকা রাজস্ব তহবিলে জমা দিব। সরকারের রাজস্ব হতে এক টাকা ও দিতে হবে না। এন্ট্রি লেভেলে একজন শিক্ষক ১২ হাজার টাকা বেতন পান, ৫ শত টাকা মেডিকেল, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫ শতাংশ ঈদ বোনাস যা দ্রব্যমূল্যের এ উর্ধ্ব গতির সময় সংসার পরিচালনা অসম্ভব হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীই পারেন এক ঘোষণা দিয়ে এমপিও শিক্ষা জাতীয়করণ করতে। শিক্ষার্থীদের দাবি শহরের সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ১ জন শিক্ষার্থী যেখানে মাত্র ২০/৪০ টাকা মাসিক বেতনে পড়তে পারছে আমরা মফস্বলের গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ২ শত থেকে ২ হাজার টাকা মাসিক বেতনে পড়ছি। এক দেশে দুই নীতি আমরা মানি না। একমাত্র সমাধান এমপিও শিক্ষা জাতীয়করণ। আমাদের এমপিও শিক্ষা জাতীয়করণ করা না হলে আমরা ক্লাসে ফিরে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে জাতীয়করণ ঘোষণা দিন আমাদের অভিভাবকদেরকে সেশন, মাসিক বেতনের বোঝা থেকে মুক্তি দিন আমাদেরকে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।


     এই বিভাগের আরো খবর