,

টমটমের ভাড়া উঠানামা ৫ টাকা বহাল :: মালিক শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৩-০৩-২০২৩ইং রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় তিনকোনা পুকুর পাড়স্থ হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জনাব নুরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদের পরিচালনায় সংগঠনের এক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন- আব্দুল কুদ্দুছ, মোঃ রইছ আলী, মোঃ রোমান মিয়া, আব্দুস সালাম, মোঃ মনোহর মিয়া, আঃ রাজ্জাক, আঃ রহিম, মোঃ বাবুল মিয়া, মোঃ রুবেল মিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন- গত ২৭/২/২০২৩ইং পৌরসভার মাঠে শহরের যানজট নিরসনের লক্ষ্যে টমটম মালিক শ্রমিকদের নিয়ে এক মহাসমাবেশের আয়োজন করে হবিগঞ্জ পৌর পরিষদ। উক্ত সমাবেশের নামে ২নং পুলের কামরুল/খোকন গং কর্তৃক বিভিন্ন টমটম মালিক শ্রমিকদের কাছ থেকে পৌরসভার মহাসমাবেশের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ। সেই সাথে হবিগঞ্জ পৌরসভার পূর্ব নির্ধারিত ভাড়া বহাল থাকা অবস্থায় কামরুল/খোকন গং শ্রমিকদের মাঝে প্রচার করে যে, হবিগঞ্জ পৌরসভা থেকে ভাড়া বাড়ানো হয়েছে এবং উঠানামা ৫ টাকার স্থলে ১০ টাকা করা হয়েছে। এতে করে প্রতিদিন যাত্রী ও শ্রমিকদের মাঝে হাতাহাতির মতো অনাকাড়িখত ঘটনার জন্ম নিচ্ছে। এতে করে সাধারণ জনগণের মধ্যে টমটমে প্রতি ক্ষোভ ও ঘৃনার সৃষ্টি হচ্ছে। তাই আমরা মনে করি পৌরসভা কর্তৃক পূর্ব নির্ধারিত ভাড়া উঠানামা ৫ টাকা বহাল রেখে শুধু শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার, চৌধুরী বাজার থেকে বাসস্ট্যান্ড ১০ টাকা মেনে যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার এর মাধ্যমে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক নতুন ভাড়ার তালিকা আসার আগ পর্যন্ত টমটম শ্রমিকদের যাত্রীসেবা অব্যাহত রাখার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর