,

নবীগঞ্জের কানাইপুর মাঠে ঐতিহ্যবাহী বান্নী মেলা অনুষ্ঠিত

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুনী মেলা (বান্নী মেলা) পৌর এলাকার কানাইপুর মাঠে ১৯শে মার্চ গতকাল রবিবার রাতে শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান উপলক্ষ্যে কানাইপুর মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রামের ও শহরের হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এ মেলায়। মেলায় আগমনকারী বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত শত বছরের ঐতিহ্যবাহী এ বান্নী মেলায় ছোটদের খেলনা ও ষ্টেশনারী সামগ্রী, কাঠ ও বাশের তৈরী আসবাবপত্র, গাইলচিয়া, মাটির তৈরী খেলনা সামগ্রী, মিষ্টি সামগ্রী, উখড়াসহ অন্যান্য সামগ্রী প্রচুর পাওয়া যায়। মেলার প্রধান আকর্ষন বেল ,তৈজষপত্র, তেতুল, বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন জিনিস উল্লেখযোগ্য। প্রতি বছরই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়। সুত্রে জানাযায়, প্রায় শত শত বছর আগে উল্লেখিত মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে এ মেলা শুরু হয়েছিল যা এখন পর্যন্ চলমান। বিগত ৩ বছর সারা বিশ্বে করোনা ভাইরাসের কারনে সব কিছু বন্ধ থাকলে এ ঐতিহ্যবাহী বান্নীমেলা অনুষ্ঠিত না হলেও এবছর শত প্রতিকুলতা ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বান্নীর আয়োজনে ঐতিহ্য রক্ষা করা হয়েছে। শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এ বারুনীমেলা পরিদর্শন করেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপািত আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌরসভার মহিলা কাউন্সিলর পূর্নিমা রানী দাশ, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া আক্তার, ইউপি সদস্য ইসমত মিয়া, মহিবুর মিয়া, মোঃ লেবু মিয়া, মাহফুজুর রব রনি, মোঃ অঅব্দুল মতিন, মোঃ পাতা মিয়া, বাবলু দাশ, নিতেশ দাশ, সাইদুর মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বান্নীমেলায় নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ সহ পুলিশের একটি টীম সার্বক্ষণিক আইনশংখলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


     এই বিভাগের আরো খবর