,

শায়েস্তাগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি :: ভ্রাম্যমান আদালতের অভিযান দাবি

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এসব খাবার খেয়ে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বৃদ্ধসহ অনেকেই। জেলার ব্যস্ততম এলাকা হলো শায়েস্তাগঞ্জ। এখান থেকে প্রতিদিন শত শত মানুষ ট্রেনসহ বিভিন্ন যানবাহনে বিভিন্ন জেলায় গমন করেন। এ সুযোগ কাজে লাগিয়ে হোটেল রেস্তোরার মালিকরা পঁচাবাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার আল সোহাগ, শেরাটন, ধানসিড়ি, পানাহারসহ বিভিন্ন নামীদামি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচাবাসি খাবার বিক্রি করা হচ্ছে। ইতোপূর্বে ভ্রাম্যমান আদালত জরিমানা করে সর্তক করে। তারপরও কিছুদিন যেতে না যেতেই তারা পুনরায় এসব কাজে জড়িয়ে পড়ে। আসন্ন রমজান। তাই অস্বাস্থ্যকর পরিবেশে যাতে খাবার বিক্রি না করায় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন শায়েস্তাগঞ্জবাসী।


     এই বিভাগের আরো খবর