,

রমজানের শুরুতেই গরুর মাংসের কেজি ৮শ টাকা :: মুরগিতেও নেই সুখবর :: মনিটরিংয়ের দাবি

স্টাফ রিপোর্টার : রমজান আসতে না আসতেই গরুর মাংস ও মোরগের দাম অতিরিক্ত রাখছে ব্যবসায়ীরা। নানা অজুহাতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে শায়েস্তানগর ও চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পৌরসভার তালিকা অনুযায়ী প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে ৭৫০ থেকে ৮শ টাকা। এ ছাড়া পোল্ট্রি মোরগ প্রতি কেজি ২৬০ থেকে ২৮০ টাকা, লেয়ার মোরগ ৩৭০ থেকে ৩৮০, সোনালি মোরগ ৩৭০ থেকে ৪শ টাকা, দেশি মোরগ ৮শ থেকে ৯শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এগুলো অতিরিক্ত দামে আদায় করা হলেও তদারকি নেই ভোক্তা বা বাজার মনিটরিং কমিটির।
কয়েকজন ব্যবসায়ী অতিরিক্ত দামের কথা স্বীকার বলেন, অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে বেশি দাম রাখা হচ্ছে। তবে ক্রেতারা জানান, বাজার মূল্যের লাগাম টানা না হলে রমজানে সাধারণ মানুষের নাভিশ^াস বেড়ে যাবে।


     এই বিভাগের আরো খবর