,

নবীগঞ্জে সুমন মিয়া ও আল আরাফাত লাইব্রেরীর উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে সাংবাদিক মোঃ সুমন মিয়া, বাংলাবাজার আল-আরাফাত লাইব্রেরী ও হাফিজুর রহমান। গত রবিবার বিকাল ৩টায় বাংলা বাজার উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্ত ২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম সি এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মির্জা আলী আজম রায়হান, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অত্র স্কুলের প্রধান শিক্ষক শিল্পী রাণী দাশ, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, আল আরাফাত লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও অভিভাবক কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান ভূইয়া, বাংলাবাজার উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান স্বপ্না বেগম, সাথী রাণী দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এম সি উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাবাজার উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান অপু ও মোঃ ছাদিকুর রহমান। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলেন, সন্দ্বীপ রায় রাজ (ট্যালেন্টপুল) মোহনা রাণী দেব সাধারণ গ্রেড), বাংলাবাজার উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুষ্টি রাণী রায় (সাধারণ গ্রেড) রতন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেদোয়ান আলী (সাধারণ গ্রেড) এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসময় অংশগ্রহণকারী বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষক এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর