,

তেঘরিয়ায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু :: অর্ধশতাধিক টমটম গ্যারেজে অবৈধ সংযোগ :: নেয়া হচ্ছে না ব্যবস্থা

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক টমটম গ্যারেজ রয়েছে। আর এসব গ্যারেজে চার্জ দিতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। গত এক বছরে প্রায় ২০/২৫ জন লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেশির ভাগই চালক মারা গেছে টমটমের চার্জ দিতে গিয়ে। এতো মৃত্যুর ঘটনার পরেও এসব অবৈধ টমটম গ্যারেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেনা পিডিবি কিংবা পল্লী বিদ্যুত। ফলে দিন দিন অবৈধ টমটম গ্যারেজের সংখ্যা বাড়ছে। অভিযোগ রয়েছে, পিডিবির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করেই তারা গ্যারেজ চালাচ্ছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের ছমির আলীর পুত্র টমটম চালক আলাল মিয়া স্থানীয় গ্যারেজে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে ঘটনার পর পরই গ্যারেজ মালিক সটকে পড়ে।
অনুসন্ধানে জানা যায়, শহরের নাতিরাবাদ, পোদ্দার বাড়ি, শ্মশানঘাট, শায়েস্তানগর, মাছুলিয়া, ২নং পুল, বহুলা, তেঘরিয়া, ভাদৈসহ বিভিন্ন এলাকায় ৫০টির বেশি গ্যারেজ রয়েছে। যা পিডিবির তালিকায় রয়েছে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পূর্বের অবস্থায় ফিরে যায়। এ ছাড়া গ্যারেজ মালিকদের কাছ থেকে কমিশন নেয়ার বিষয়টিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপরও পিডিবির কর্মকর্তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এদিকে সদর থানা পুলিশ মৃত ব্যক্তির লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওসি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।


     এই বিভাগের আরো খবর