,

বানিয়াচং-হবিগঞ্জ রোডে সিএনজি ভাড়া যাত্রী প্রতি ৫০ টাকার বেশী নিলেই কঠোর আইনানুগ ব্যবস্থা -ইউএনও পদ্মাসন সিংহ

এস এম খোকন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ।
বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আব্দুল আহাদ, মোঃ ফরিদ মিয়া, আরফান উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, শাহ মাসউদ কুরাইশী মক্কী, মোঃ এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া প্রমুখ। এছাড়া আইনশৃৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় বানিয়াচং হবিগঞ্জ রোডে চলাচলকারী সিএনজি ভাড়া যাত্রী প্রতি ৪৫ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত ৩১ মার্চ ২০২৩ থেকে কার্যকর হবে। সকাল ৬ ঘটিকা থেকে রাত আট ঘটিকা পর্যন্ত নির্ধারিত ভাড়ায় সিএনজি দিয়ে যাত্রী নেয়ার পাশাপাশি উপজেলার পার্শবর্তী সিএনজি ষ্ট্যান্ড ও গ্যানিংগঞ্জ বাজার সিএনজি ষ্টেন্ডে তিন দিনের মধ্যে ভাড়ার তালিকা টানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এর কোন প্রকার ব্যত্যয় ঘটলে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন ইউএনও পদ্মাসন সিংহ।


     এই বিভাগের আরো খবর