,

জেলা প্রশাসনের মতামত না নিয়ে উঠানামার ভাড়া ১০ টাকা নেয়ার ঘোষণা

জুয়েল চৌধুরী : শহরে ১ এপ্রিল থেকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় টমটম মালিক ঐক্য পরিষদ। বিপরীতে যাত্রী কল্যাণ পরিষদ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে টমটম মালিকদের অযৌক্তিক দাবি বাতিলের দাবিতে জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দেয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক ইশরাত জাহান, আশস্থ করেন ঈদের পর সকলের সাথে আলোচনাক্রমে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। ফলে কর্মসূচি স্থগিত করা হয়। যা গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কিন্তু তারপর স্বঘোষিত টমটম মালিক ঐক্য পরিষদ গতকাল বৃহস্পতিবার শহরজুড়ে মাইকিং করে আজ ৩১ মার্চ থেকে উঠানামা ১০ টাকা করা হবে বলে জানানো হয়। তাদের এমন ঘোষণায় শহরে নিত্য চলাচলকারী যাত্রী ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টমটম মালিক ঐক্য পরিষদের এমন ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। পত্রিকায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, মধ্যবিত্ত যাত্রীদের পক্ষে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। জেলা প্রশাসকের আশ^াসে তা স্থগিত করা হয়। অথচ তারা নিজেরাই ঘোষণা দিয়েছিলো ১ এপ্রিল থেকে ১০ টাকা করে নেয়া হবে। অথচ একদিন আগেই গতকাল মাইকিং করে বলা হয়, আজ ৩১ মার্চ থেকে ১০ টাকা করে নেয়া হবে।
তিনি বলেন, জেলা প্রশাসক যেহেতু বলেছেন ঈদের পর সকলকে সাথে নিয়ে ভাড়া পূর্ন নির্ধারন করবেন, সেহেতু তার কথায় আশ^স্থ হয়েছি। অথচ সাধারন যাত্রীদের সাথে আলোচনা না করেই কিভাবে ১০ টাকা নির্ধারন করা হলো তার প্রশ্ন রাখেন তিনি। এ নিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে এর দায়ভার টমটম মালিক ঐক্য পরিষদকেই বহন করতে হবে।


     এই বিভাগের আরো খবর