,

সবজি ও মুরগির দাম আকাশ ছোঁয়া :: মনিটরিংয়ের দাবি

জুয়েল চৌধুরী : হবিগঞ্জে সবজি ও পোল্ট্রি মুরগির দাম আকাশ ছোঁয়া। রমজান মাসে সাধারণ মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। একে তো ধাপে ধাপে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। আবার সবজির বাজারেও আগুন। এ যেনো মরার ওপর খড়ার গা। গত কয়েকদিন আগে সরকারের ঘোষনা অনুযায়ী দাম কিছুটা কমলেও বর্তমানে আগের অবস্থাতেই ফিরে গেছে।
গতকাল শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগে পোল্ট্রি মোরগ ১৬০ টাকা কেজি, বর্তমানে ২০০-২২০ টাকা। কক মোরগ ২৮০ ছিলো, বর্তমানে ৩শ থেকে ৩২০ টাকা। এ ছাড়া কাঁচা মরিচ, লেবু, আলু, পটল, টমেটো, বেগুনসহ বিভিন্ন সবজি কয়েকদিন আগের চেয়ে দ্বিগুন বেড়ে গেছে। সাধারণ মানুষ বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট।


     এই বিভাগের আরো খবর