,

শায়েস্তাগঞ্জে পরিত্যাক্ত রেলের শিক বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে পরিত্যাক্ত রেলের শিক বিক্রির অভিযোগ উঠেছে। কোনো টেন্ডার ছাড়াই অসাধু কর্মকর্তারা এসব বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর একটি সিন্ডিকেট এসব পরিত্যক্ত শিক বিভিন্ন যানবাহনে করে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাচার করছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
সিলেট বিভাগের ঐতিহ্যবাহী রেল জংশন হচ্ছে শায়েস্তাগঞ্জ। এটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত হলেও সম্প্রতি মডেল জংশন হিসেবে রূপান্তর করা হয়। এখান থেকে আন্তঃনগরসহ প্রায় ১৫টি ট্রেন আসা যাওয়া করে প্রতিদিন। শত শত যাত্রীরা বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। কিন্তু জংশনটির আশেপাশে থাকা পরিত্যক্ত রেল শিক বিক্রি করে কতিপয় কর্মচারী লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছেন।
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার আগমনকালে শায়েস্তাগঞ্জে সাজস্বজ্জাসহ রেল লাইনের মেরামত কাজ করা হয়। এ সময় পরিত্যক্ত শিকগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। গত ১ মাস ধরে এসব বিক্রি করে দেয়া হচ্ছে চোরাই মার্কেটে।


     এই বিভাগের আরো খবর