,

বাহুবলে জুয়ার আসর থেকে পালানোর সময় জুয়াড়ির মৃত্যু

জুয়েল চৌধুরী : বাহুবল উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক ‘জুয়াড়ির’ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডুমগাঁও কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান জানান।
পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, ইফতারের পর আব্দুস শহীদকে কবরস্থানের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অসাধু কিছু পুলিশ সদস্যদের ম্যানেজ করে প্রভাবশালীরা জয়পুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় জুয়ার বোর্ড বসায়।
ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, একদল জুয়াড়ি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায়। সেখানে পুলিশ ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় আব্দুস শহীদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর