,

লাখাইয়ের বুল্লা বাজারে ৪০ লাখ টাকার মাল্টিপারপাস শেড এখন ময়লার ভাগারে

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বুল্লা বাজারে নির্মিত দুটি মাল্টিপারপাস শেড ১৬ বছরেও চালু হয়নি। সরকারের হাট বাজার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৪০ লাখ টাকায় নির্মাণ করা শেডগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ২০০৭ সালে শেডগুলো নির্মাণ ব্যয়ের ১০ শতাংশ টাকা ১৮ জন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট থেকে নেওয়া হয়। তারা অগ্রাধিকার ভিত্তিতে এখানে দোকান পাওয়ার কথা; কিন্তু ব্যবসায়ীরা সেই দোকান বুঝে পাননি ১৬ বছরেও।
সরেজমিনে দেখা গেছে, দুটি শেডের চারপাশে ময়লার ভাগাড়। কেউ কেউ সেখানে রেখেছেন পাটের গাঁট। শেডের ভেতরে অনেকগুলো গর্ত। ১৬ বছর অব্যবহৃত থাকা স্থাপনার চালাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাজারের কয়েকজন দোকানি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকাসহ সরকারের ৪০ লাখ টাকায় শেডগুলো নির্মাণ হলেও তা চালু করা হয়নি। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার; অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরাও।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এগুলো নির্মাণ করলেও তারা তা উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেয়নি। এ সমস্যা সমাধাণের জন্য আলোচনা চলছে।


     এই বিভাগের আরো খবর