,

সদর হাসপাতালে দালালদের উপদ্রব ও চিকিৎসক সংকট :: দুই দালাল আটক

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর হাসপাতালে একদিকে দালালদের উপদ্রব ও চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। ঘণ্টার ঘণ্টা হাসপাতালের বেডে পড়ে থাকলেও চিকিৎসাতো দূরের কথা ডাক্তারের দেখা মিলে না।
অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকেন ডাক্তাররা। আর এ ফাঁকে তাদের নিয়োজিত দালালরা রোগী আসা মাত্রই ডাক্তার নেই, অডিতে আছে, রোগী মারা যেতে পারে এমন অজুহাতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসার নামে গলাকাটা টাকা আদায় করা হয়।
গতকাল বুধবার দুপুরে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে হাসপাতালের ভেতর থেকে ইমন এবং কামাল মিয়া নামের দুই নতুন দালালকে আটক করে। অনেক রোগীর অভিযোগ, ঘণ্টার পর ঘন্টা সিটে পড়ে থাকলেও ডাক্তার শুধু সকালে এসে রাউন্ড দিয়ে যায়। বাকি সময় কারও দেখা মিলে না।


     এই বিভাগের আরো খবর