,

হবিগঞ্জে কাল শুরু হচ্ছে ‘উই ঈদ হাটবাজার’

জাবেদ তালুকদার : Women and e-commerce Trust (WE) এর নতুন নতুন চমক এবং নানাধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রথম উই ঈদ হাটবাজার অফলাইনে শুরু হচ্ছে আগামীকাল। সারাদেশের ন্যায় হবিগঞ্জেও আগামীকাল শনিবার থেকে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে শুরু হচ্ছে ‘উই ঈদ হাটবাজার’। ১৫ ও ১৬ই এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই দিন চলবে দেশীয় পণ্যের এই হাটবাজার।
এতে সকল ধরনের দেশীয় পোশাক, গহনা, ঐতিহ্যবাহী পণ্য ও রকমারি হোমমেড খাবারের আয়োজন নিয়ে হবিগঞ্জ জেলার ২০ জন উই নারী উদ্যোক্তারা থাকবেন। সকল দেশীয় পণ্যে বিশাল ছাড়ও রয়েছে এই হাটবাজারে।
উই এর মাধ্যমে বাংলাদেশের ৬৬ জেলায় একসাথে অফলাইন হাটবাজার হবে। বিগত বছরগুলোতে অনলাইনে হাটবাজার হলেও এবার অফলাইনে এ হাটবাজার হবে।


     এই বিভাগের আরো খবর