,

হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার মাঠ জুড়ে বইছে সবুজের সমারোহ। বাতাসে দুলছে সবুজ পাতায় মোড়ানো কৃষকের স্বপ্নের সোনার ফসল। চৈত্রের দিপ্তরোধে জমির বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। তবে এবার সেই সোনালী ধান গোলায় তোলার পালা। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে শুরু হয়েছে ধান কাটা উৎসব। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। ধানকাটা উদ্বোধন পুর্বে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত জাতের ধান চাষের এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং আপনাদের (কৃষক) অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে।
তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক হতে কৃষি ঋণ গ্রহণে উৎসাহিত করেন।
জেলায় ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৫ দশমিক ২ মেট্রিক টন হিসেবে এবার ৬ লাখ ৩৭ হাজার ৩৯০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের বাজার দর ৩০ টাকা হলে এবার জেলায় ১ হাজার ৯১২ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা আছে।


     এই বিভাগের আরো খবর