,

চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে চুনারুঘাটে বর্ণিল-বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা গেইট থেকে বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা মোড় প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলী।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাশ, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, পৌর মেয়র মো: সাইফুল আলম রুবেল, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাঁটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দালুর রহমান, মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, রানিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী, আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সভা পুরস্কার তুলে দেওয়া হয়। পৌরশহরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া সবকিছু জীবন্ত রূপে ফুটিয়ে তোলা হয়। এ সময় রাস্তার দু’পাশে শতশত উৎসুক এলাকাবাসী ভীড় জমান। পরে নববর্ষ ১৪৩০ উপলক্ষে চুনারুঘাট উপজেলা পরিষদের এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রমজান মাস হওয়ায় এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি। তবে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪৩০-কে বরণ করতে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। এদিকে শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছিল পুরো এলাকা।


     এই বিভাগের আরো খবর