,

নববর্ষে দরিদ্রদের মুখে হাসি ফুটাতে উন্নতমানের ইফতার দিলো হবিগঞ্জ আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনী

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ উপলক্ষে দরিদ্রদের মুখে হাসি ফুটাতে হবিগঞ্জে দুই শতাধিক মানুষের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিবতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ইফতার বিতরণ কর্মসূচিতে জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, সার্কেল অ্যাডজুটেন্ট শুভাশীষ চক্রবর্তীসহ হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিকাল ৫টা থেকে হবিগঞ্জ জেলা কমান্ড্যান্টের কার্যালয় ইফতার বিতরণ শুরু হয়। পথচারী, নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।
এসময় জেলা কমান্ড্যান্ট বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালকের উদ্যোগে সিলেট রেঞ্জের সকল জেলায় বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। রোজাদার পথচারী ও ঘুরেফেরা মানুষ যারা সময়মতো ইফতার করতে পারেনা, তাদের জন্যই এই উদ্যোগ। তিনি আরও বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময়ই জনগণের জন্য কাজ করে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে। এ ছাড়াও দরিদ্র পথশিশু কিংবা খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিনের ইফতার জোগাড় করতে হিমশিম খায় তারাও এর দ্বারা উপকৃত হবেন। তিনি বলেন, ইতিপূর্বে ঢাকার বঙ্গবাজারে স্মরণকালের যে ভয়াবহ অগ্নিকান্ডে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের মাঝে বিনামূ্ল্েয ইফতার বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীকেও সহায়তা করেছে এ বাহিনী। মানুষের সেবায় আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর