,

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, ওসি আব্দুর রাজ্জাক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবে আহ্বায়ক মোঃ এরশাদ আলী এবং সাংবাদিক বৃন্দ। পরে সকাল ১০ টা ৪০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। সকাল ১১ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ পুরস্কার বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বড় পর্দায় সম্প্রসারণ করা হয়।


     এই বিভাগের আরো খবর