,

বার বার সারের দাম বৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বার বার সারের দাম বৃদ্ধি সহ নিত্য পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে ১৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। রনজন কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, সদস্য আহাদ আলী, বিষ্ণু সরকার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- কোন যৌক্তিক কারণ ছাড়াই আন্তর্জাতিক বাজারের দোয়াই দিয়ে বার বার সারের দাম বাড়িয়ে কৃষক ক্ষেতমজুরদের উপর বাড়তি চাপ প্রয়োগ করে খাদ্য নিরাপত্তার পথে সরকার বাধা হয়ে পড়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে ক্ষেত্র বিশেষে সারের দাম ৬২% কমেছে। জনদূর্ভোগ নৃষ্টিকারী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। সরকার জনগণকে শান্তি এবং স্বস্তি দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাকারী সরকারের বিরুদ্ধে শ্রমজীবী গরীব মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায়ের সংগ্রামে রাজপথে নেমে আসার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর