,

নবীগঞ্জে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে সহীহ কোরআন শিক্ষা কেন্দ্র দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনার বাংলা মডেল হাইস্কুল কেন্দ্রের ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সোনার বাংলা মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। হাফেজ মোস্তাকিম হাসান জামির সঞ্চালনায় বক্তব্য দেন, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা ক্বারি সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা হাসান আলী, হাজী আব্দুর রশিদ ট্রাষ্টের সহসভাপতি মোঃ হারুন খান। অশ্রু সিক্ত বিদায়ী অনুষ্ঠান সত্যিই খুব বেদনাহত ছিল।
শিক্ষার্থীদের তরফে প্রশংসাপত্র পাঠ করেন প্রশিক্ষণ কেন্দ্রের নাজিম ছালিছ জামাতের শিক্ষার্থী তোফায়েল আহমেদ। পারিবারিক দাতব্য সংস্থা হাজী আব্দুর রশিদ ট্রাষ্ট পরিচালিত অত্র কেন্দ্রের কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করা হয়। পবিত্র মাহে রামাদান উপলক্ষে আয়োজিত সহীহ কোরআন শিক্ষা কেন্দ্রে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিদায়ী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ছাড়াও অংশ নেয়া সকল শিক্ষার্থীকে শান্তনা পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরন করা হয়।


     এই বিভাগের আরো খবর