,

বানিয়াচংয়ে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক :: মুচলেকায় মুক্তি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে এক তরুণ ও এক কিশোরকে আটক করে পুলিশ, পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকরে জিম্মায় দেয়া হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বানিয়াচং থানা পুলিশ ওই উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘীর পশ্চিমপাড়ের মিল্লাত মিয়া (১৬)। তাদের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তারা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ বলেন, টিকটকার মিল্লাত মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে একজন দোকান কর্মচারী। বয়স কম এবং খুবই সহজ-সরল হওয়ায় মুচলেকা নিয়ে মা গতকাল বুধবার ওর মা বাবার জিম্মায় দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর