,

মাধবপুরে সাউন্ড বক্স বাজানোতে বাধা দেয়ায় বৃদ্ধ খুন :: মহিলাসহ আটক ৪

স্টাফ রিপোর্টার : মাধবপুরে ঈদে পিকআপ ভ্যানে উচ্চস্বরে গান বাজানো নিয়ে ইরফান আলী (৬৫) নামের বৃদ্ধ খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ২২ এপ্রিল ঈদেরদিন আনোয়ার আলীকে প্রধান করে ২৮ জনসহ অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রাবেয়া বেগম (৪৫), সালমা বেগম (২২), খায়রুন্নেছা (২২) ও আনোয়ার আলী (৫২) কে গ্রেফতার করেছে। এদিকে গ্রেফতার এড়াতে ওই গ্রামের মহিলাসহ অনেকেই গা ঢাকা দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, গত শনিবার ঈদের দিন সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে একদল উরশৃংখল যুবক পিকআপ ভ্যানে করে সাউন্ডবক্স দিয়ে উচ্চস্বরে গান বাজাতে থাকে। উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে ওই গ্রামের ইরফান আলী (৬০) এসে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল খাঁ ও আনোয়ার আলীর লোকজন হামলা করে ইরফান আলীকে গুরুতর আঘাত করে। পরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে খরব পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নির্মনেন্দু চক্রবর্তী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আহত ইরফান আলীকে মাধবপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে মারা যান।


     এই বিভাগের আরো খবর