,

লাখাইয়ে সাবেক-বর্তমান ইউপি সদস্যের গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ :: আহত অর্ধশতাধিক

জড়িত দুই দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ

জুয়েল চৌধুরী : লাখাইয়ে দুই দলের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে গ্রেফতার এড়াতে গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়েছে। এমনকি হাসপাতাল থেকেও সটকে পড়েছে। গতকাল বুধবার (২৬ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও একই গ্রামের বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তিন দফায় উভয়পরে মাঝে সংঘর্ষ হয়েছে।
এর জের ধরে গতকাল সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুর গ্রামের আবু ছায়েদের ছেলে ফিকলের আঘাতে জহিরুল ইসলাম নিহত হন। আহত হন উভয়পক্ষের অর্ধশতাধিক লোক।
সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উভয়পক্ষের লোকজন পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থান নিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে একজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে উভয়পক্ষের মাঝে পূনরায় উত্তজনা দেখা দেয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া জানান, একজন মারা গেছে। দুইজনকে আটক করা হয়েছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে রয়েছে। সংঘর্ষে এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।


     এই বিভাগের আরো খবর