,

নবীগঞ্জে ধান ক্ষেত থেকে মেছো বাঘের বাচ্চা আটক :: অবমুক্ত

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পাশে ধান ক্ষেত থেকে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। ধান ক্ষেতের মালিক সাইফুল ইসলাম ও আসিকুর মিয়া সহ জনতা বাঘটি আটক করতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার দুপুরে রসুলগঞ্জ বাজারে পাশে মুরাদপুর গ্রামে সাইফুল ইসলামের ধান ক্ষেতে মেশিন দিয়ে ধান কাটতে গেলে মেছো বাঘের বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন বাচ্চা টি কে আটক করেন। রসুলগঞ্জ বাজারে পাঁচ ভাই ফার্নিচার দোকানের মালিক একটি শিকল দিয়ে বন্দি করে তার দোকানে রেখে দেন। বাঘটিকে একনজর দেখতে প্রচন্ড রোদ উপেক্ষা করে এলাকার লোকজন ভিড় জমায়।
পরে বন কর্মকর্তাকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে মেছো বাঘটিকে অবমুক্ত করে দেন।
বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, সাধারণত গ্রামাঅঞ্চলের মানুষজন মেছো বিড়ালের বাচ্চাকে মেছো বাঘ বলে থাকেন। আসলে এই বন্যপ্রাণীর বাচ্চাগুলো ধানিজমিতে বেশির ভাগ পেয়ে থাকেন কৃষকেরা, তাদের বসবাস ধানক্ষেতে তাদের প্রধান খাদ্য ইদুর এবং মাছ, ধান ক্ষেতে ইদুর খেয়ে কৃষকের ফসল ভাল রাখে এই ইদুর কৃষক ও ফসলের শত্রু মেছো বিড়াল গুলো পরিবেশ নষ্ট করে না, ফসল রক্ষায় যেখানে বিড়ালটি ধরা হয়েছিল সেখানেই অবমুক্ত করে দেওয়া হয়েছে। যদি কোনো এলাকায় লোকজন মেছো বিড়াল ছেড়ে দিতে না চান তাহলে আমরা ঢাকা চিড়িয়াখানা, চিটাগাং সাফাড়ি পার্ক অথবা গাজীপুর বঙ্গবন্ধু সাফারী পার্ক সহ শ্রীমঙ্গল, সাতছড়ি, চুনারুঘাটে স্থানান্তর করে থাকি।


     এই বিভাগের আরো খবর