,

মহান মে দিবসে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মহান মে দিবস উপলক্ষ্যে গতকাল ১লা মে স্থানীয় আরডি হল মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঔষধ সহ ডাক্তার ব্যবস্থাপত্র অনুযায়ী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ মিঃ থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। ডাক্তার দেবাশীষ দাশ, এমবিবিএস এবং ডাক্তার জেএম রায়হান কবির (শুভ) রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় কার্যক্রম তদারকি করেন- সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সিপিবি মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এড. মকবুল হোসেন, চৌধুরী মহিবুন্নুর ইমরান, রঞ্জন কুমার রায়, আহাদ মিয়া, মৃদুল কান্তি রায়, কাজল চক্রবর্তী, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ধনু মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসেম, আলমগীর মিয়া, রাহিমুল চৌধুরী, পলাশ চৌধুরী, আঃ ছাত্তার প্রমুখ।
সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা এড. মুরলী ধর দাশ, সাবেক ছাত্রনেতা নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদ নেতা জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা আজমান আহমেদ, হুমায়ুন খান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। সভাপতিত্ব করেন কমরেড পীযুষ চক্রবর্তী। সভায় বক্তাগণ সকল পেশার শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ হয়ে মে দিবসের চেতনাকে ধারণ করে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জেলা উদীচীর শিল্পীগণ যথাক্রমে উপমা চক্রবর্তী, এ.আর.ডি চুমকী ও শিশু শিল্পী শায়ন কুমার দাশ।


     এই বিভাগের আরো খবর