,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গত ৩ মে ২০২৩ইং তারিখে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় “নবীগঞ্জের বাড়ীগাঁওয়ে গভীররাতে হামলায গৃহবধূ আহত” এছাড়াও জাতীয় দৈনিক সমকাল পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় ভিন্ন ভিন্ন শিরোনামীয় সংবাদ গুলো আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমি তাজ উদ্দীন (তাজু) পিতা-মৃত জাহির উদ্দীন ও আমার ছেলে বাদে রায়ঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (দপ্তরী) মোফাজ্জলকে জড়িয়ে যে হামলার কথা উল্লেখ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা বানোয়াট। সংশ্লিষ্ট সংবাদকর্মীদের ভূল তথ্য দিয়ে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন ও মিথ্যা বানোয়াট মামলা মোকদ্দমা দিয়ে হয়রানীর লক্ষ্যে কুচক্রী মহল এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে আমরা নিরপরাধ, অসহায় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে। আমাদের জানামতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ও এতে আমরা কখনোই জড়িত নহে। মূল ঘটনা হচ্ছে.. বাড়ীগাঁও গ্রামের আমার ফুফাতো ভাই মরহুম আব্দুল মালিক চৌধুরী ওরফে (মালদ্বার) সাহেবের ১ম স্ত্রী’র সন্তান আমেরিকা প্রবাসী আমার ভাতিজা সামাদ চৌধুরী ও ২য় স্ত্রীর সন্তান ইসলাম চৌধুরীর সাথে তাঁর সৎ মা অর্থাৎ প্রয়াত আব্দুল মালিক চৌধুরী’র ৩য় স্ত্রী আলেমা বেগম চৌধুরীর সাথে জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। আমার ভাতিজা সামাদ চৌধুরী ও ইসলাম চৌধুরী প্রবাসে থাকায় তাদের জায়গা জমি আমি দেখাশুনা করে রাখি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে একাধিক মিথ্যা মামলা মোকদ্দমা করেন আলেমা বেগম চৌধুরী। এরই ধারাবাহিকতায় আলেমা বেগম তার হেফাজতে রেখে ওই গৃহবধূ কথিত আহত করিমা বেগমকে দিয়ে আহতের নাটক সাজিয়ে আমাদেরকে হয়রানি করার লক্ষ্যে এমন জঘন্যতম কাল্পনিক ঘটনার জন্ম দিয়েছেন। যাহা এলাকাবাসী অবগত রয়েছেন, আমরা বিশ্বাস করি নবীগঞ্জ থানা পুলিশের অধিকতর তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে- ইনশাআল্লাহ।
তাই এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাই। পরিশেষে আবারো উক্ত মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
মোঃ তাজ উদ্দীন
পিতা-মৃত জাহির উদ্দীন
সাং বাদে রায়ঘর, ৪নং দীঘলবাক ইউপি
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর