,

দাদার নামে নাম করণের দাবীতে স্কুলে হামলা ভাংচুরের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল ফাতেহা খাতুন একাডেমি নামে একটি স্কুলে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ২৫ মে গভীর রাতে এ ঘটনা ঘটেছে। স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা ফাতেহা খাতুন তালুকদার জানান, স্কুলটি ২০১৫ সালে প্রতিষ্ঠা হয়। সেই সময় স্কুল প্রতিষ্ঠার জন্য বাড়ির সামনে তার স্বামী দুলাল মিয়ার নিকট থেকে ১০ শতক জমি খরিদ করেন। এর আগে প্রায় ৩৮ বছর পূর্বে তার শশুর মরহুম সিরাজ উদ্দিন আহমেদের কাছ থেকে ভাগ বাটোয়ারামূলে তার স্বামী দুলাল উদ্দিন সেই জমি প্রাপ্ত হন। সেই শুরু থেকেই ফাতেহা খাতুন একাডেমি নামে স্কুল চালু হয়। দীর্ঘ ৭ বছর পর সেই স্কুলের নাম পরিবর্তনের দাবি করে বাকবিতন্ডা হয় ভাসুর মহসিন ও অপর ভাসুরপুত্র লিংকনের সাথে। এর জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে হামলা করেছে মহসিন লিংকন সহ তাদের লোকজন। তাঁদের ভাষ্য, ওই জায়গা দান করেননি মরহুম সিরাজ উদ্দিন আহমেদ একই সাথে ফাতেহা খাতুন একাডেমি নাম পরিবর্তন করে লিংকনের দাদা সিরাজ উদ্দিনের নাম রাখার দাবি করেন। এদিকে জমির মালিকানা দাবি করা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যালয়ের হামলা ব্যাপক ভাংচুর করার অভিযোগে গত শুক্রবার (২৬ মে) প্রধান শিক্ষিকা ফাতেহা খাতুন তালুকদার থানায় অভিযোগ দেন।


     এই বিভাগের আরো খবর