,

মাধবপুর উদীচীর সভা

প্রেস বিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক ও দেশের একমাত্র একুশে পদকপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মাধবপুর উপজেলা শাখার সভায় বক্তারা বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে হবে। উদীচী এলক্ষ্যে সারাদেশে কাজ করছে। উদীচী নিছক একটি সাংস্কৃতিক সংগঠনই নয়। উদীচী একটি সাংস্কৃতিক আন্দোলনও। হাসিগানে মুখরিত, সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়া উদীচীর জন্মের অঙ্গীকার। এটি মুক্তিযুদ্ধের অঙ্গীকারও। এই অঙ্গীকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উদীচী থামবেনা। উদীচী কোনো রাজনৈতিক দলের লেজুড় ভিত্তিক সংগঠন নয়। এটি একটি গণসাংস্কৃতিক সংগঠন। কোনো মহল উদীচীকে রাজনৈতিক দলের লেজুড় বানানোর অপচেষ্টা করলে উদীচীর গঠনতন্ত্র ও ঘোষণাপত্রই তা নস্যাত করে দেয়। উদীচী আবহমান বাংলার অসাম্প্রদায়িক জাতীয় সংস্কৃতি বিকাশের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর মনোজগতের পরিবর্তন ঘটিয়ে সাংস্কৃতিক আন্দোলনের দ্বারাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ কায়েম করতে চায়। গত শনিবার বিকালে শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শম্পা চক্রবর্তীর সভাপতিত্বে মাধবপুর উপজেলা সদরের একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি আবৃত্তি ও অভিনয়শিল্পী বন্ধুমঙ্গল রায় এবং বিশেষ অতিথির বক্তৃতা দেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিশোর কুমার দাশ। এছাড়া সভায় মাধবপুর উপজেলার অর্ধশতাধিক সাংস্কৃতিককর্মী অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তা রাণী ঘোষকে আহবায়ক করে উদীচী মাধবপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর