,

মাধবপুরে ১৬ বছর ধরে তালাবদ্ধ রুমে বন্দি এক্সরে মেশিন

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে বিভাগ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে রোগীরা। এক্সের বিভাগের কক্ষ টি তালাবদ্ধ ১৬ বছর ধরে। এক্সরে বিভাগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতাল সূত্র জানা যায় ২০০৭ সাল থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন রুম টি তালাবদ্ধ রয়েছে।
এক্সরে বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছে স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা। হাসপাতালে আসা রোগীদের হয়রানির পাশাপাশি বাইরের বেসরকারি ল্যাব থেকে বেশি টাকা খরচ করে এক্সরে পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। এ খরচ অনেকের সাধ্যের বাইরে থাকায় তারা পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন না। চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন তারা।
এক্সরে বিভাগটি বছরের পর বছর বন্ধ কেন। এর কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইসতাক মামুন জানান এক্সরে বিভাগের টেকনিশিয়ান না থাকায় এক্সরে বিভাগ টি চালু করা সম্ভব হয়নি। এখানের টেকনিশিয়ান দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েছি কিন্তু কোন টেকনিশিয়ান পোস্টিং না দেওয়ার কারণে চালু করতে পারছিনা।


     এই বিভাগের আরো খবর