,

পানি নিষ্কাষনের রাস্তা বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই ডুবে যায় পানি ভবনের সড়ক :: টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মাঝে শহরের প্রধান সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তাটি পানিতে ডুবে আছে। এছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকেই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। অভিযোগ রয়েছে, ওইসব এলাকার প্রভাবশালী মহল পানি নিষ্কাষনের ড্রেন দখল করে সীমানা প্রাচীরসহ অট্ট্রালিকা নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। এছাড়াও শহরের শায়েস্তানগর কবরস্থানের পাশের রাস্তা, মোহনপুর, মাছুলিয়া জলিল পীরের এলাকা, রাজনগর, শ্যামলী আবাসিক এলাকা, ইনাতাবাদ এলাকায় পানিতে ডুবে যায়। হবিগঞ্জ পৌরসভার আতাউর রহমান সেলিম বলেন, ‘প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি আটকে থাকলেও অনেক এলাকার পানি নেমে গেছে। অবশিষ্ট পানি নিষ্কাসনের জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কের পানি নিষ্কাষনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা লেগেই রয়েছে।


     এই বিভাগের আরো খবর