,

বাংলাদেশকে সবুজায়নে গাছ রোপণের বিকল্প নেই- পদ্মাসন সিংহ

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেছেন, ‘জলবায়ু রোধ ও বাংলাদেশকে সবুজায়ন করতে হলে বেশি করে গাছ রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ রোপণের কোন বিকল্প নেই। তাই আসুন আর নয় অপরিণত গাছ নিধন, বেশি করে গাছ রোপণ করি।’ মঙ্গলবার (২০জুন) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ, এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপ-প্রশাসিনক কর্মকর্তা সুব্রত দেব ও সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ বিভিন্ন দফতরের প্রধান এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর