,

মাধবপুরে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফুর্ত ভোটদানের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার (২২’ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে মোঃ ফরাস উদ্দিন ২৮১ ভোট পেয়ে প্রথম, মো: মুখলেছুর রহমান ২৩০ ভোট পেয়ে দ্বিতীয়, হাজী আব্দুল আলী ২২৯ ভোট পেয়ে তৃতীয়, মো:আশরাফ আলী বাবুল ২২৮ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য মোসাম্মৎ আফরোজা বেগম ৩৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৭০৩ জন ও ভোট কাষ্ট হয়েছে ৪৮৬। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃআশরাফ আলী।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী-লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গেদু মিয়া সরর্দার, মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোছাইন, ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা অলি-উল্লাহ সহ ফাঁড়ির এএসআই উজ্জ্বল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল।


     এই বিভাগের আরো খবর