,

লাখাইয়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ট্রেনিং শুরু

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেশার ট্রেনিং শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) বুল্লা ইউনিয়ন পরিষদের হলরুমে এ ট্রেনিং শুরু হয়। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’ এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইডর কারিগরি সহযোগিতায় কমিটির ২৫ জন সদস্যকে এ ট্রেনিং দিচ্ছে এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।
লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিনের সভাপতিত্বে ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর জোবায়ের আহমেদ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক প্রানেশ গোস্বামী, ভাইস চেয়ারম্যান সুরমা হিজরা, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, শিক্ষক প্রানেশ রঞ্জন দাশ, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ রিপন, বিল্লাল আহমেদ, আবুলাল রবিদাস, কামাল রবিদাস, মালতী রবিদাস, রসময় শীল, মাওলানা অলিউল্লাহ, শাহীনুর রহমান মোল্লা শাহীন, পাপিয়া সুলতানা, দৌলত রবিদাস প্রমূখ।
দুইদিনের ট্রেনিংয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর